thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

২০২১ জানুয়ারি ০২ ১৮:৪২:৩২
জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান।

শনিবার, ২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতিসংঘের শরণার্থী সংস্থা বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস।
অনুষ্ঠানে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। সংঘাত ও নির্যাতনের কারণে পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ বাস্তুচ্যুত। ভাগ্যবান ৯৯ শতাংশ মানুষের একজন হিসেবে শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব।’

সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

তাহসান ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন।

১৯৭১ সালে শরণার্থী বাংলাদেশীদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার মাধ্যমে বাংলাদেশে ইউএনএইচসিআর-এর কাজ শুরু হয়। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা দেওয়ার মাধ্যমে সংস্থাটির বাংলাদেশের কার্যক্রম এখনও বিদ্যমান। সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর