thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মারা গেলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

২০২১ জানুয়ারি ০৩ ১৯:৪৯:৩৮
মারা গেলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন । রাজধানীর একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে মারা যান তিনি । তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও এক সময় শিক্ষকতা করেছেন রাবেয়া খাতুন । সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ইত্তেফাক, সিনেমা পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তার নিজস্ব সম্পাদনায় পঞ্চাশের দশকে বের হতো ‘অঙ্গনা’ নামে মাসিক পত্রিকা। তার বইয়ের সংখ্যা একশ’রও বেশি। এর মধ্যে রয়েছে উপন্যাস, গবেষণাধর্মী রচনা, ছোটগল্প, ধর্মীয় কাহিনী, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা।

১৯৬৩ সালে প্রথম উপন্যাস মধুমতী প্রকাশের সঙ্গে সঙ্গেই শক্তিমান কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পান । রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তার গল্পে চলচ্চিত্র নির্মিত হয়েছে কয়েকটি।

সাহিত্য অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৯৩ সালে একুশে পদক পান। এছাড়া পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার । ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর বিক্রমপুরে জন্ম নেন রাবেয়া খাতুন ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর