thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ মার্চ 25, ২৩ ফাল্গুন ১৪৩১,  ৭ রমজান 1446

বাংলা একাডেমিতে রাখা হবে রাবেয়া খাতুনের মরদেহ

২০২১ জানুয়ারি ০৪ ১৪:৫৬:০৪
বাংলা একাডেমিতে রাখা হবে রাবেয়া খাতুনের মরদেহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (৪ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে রাখা হবে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মরদেহ।

সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন সহকর্মী, শুভ্যানুধায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ। পরে বনানী কবরস্থানে সমাহিত করা হবে গুণী এই সাহিত্যিককে।

বার্ধক্যজনিত কারণে রোববার (৩ জানুয়ারি) বিকেলে বনানীর নিজ বাসায় মারা যান ৮৬ বছর বয়সী এই সাহিত্যিক। রাবেয়া খাতুন বাংলা সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি ভূষিত হয়েছেন অসংখ্য সম্মাননায়।

সাহিত্যচর্চার জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন একুশে পদক (১৯৯৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৩), নাসিরুদ্দিন স্বর্ণপদক (১৯৯৫), হুমায়ূন স্মৃতি পুরস্কার (১৯৮৯), কমর মুশতারী সাহিত্য পুরস্কার (১৯৯৪), বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার (১৯৯৪), শের-ই-বাংলা স্বর্ণপদক (১৯৯৬), ঋষিজ সাহিত্য পদক (১৯৯৮), লায়লা সামাদ পুরস্কার (১৯৯৯) ও অনন্যা সাহিত্য পুরস্কার (১৯৯৯)। ছোটগল্পের জন্য পেয়েছেন নাট্যসভা পুরস্কার (১৯৯৮)। সায়েন্সফিকশন ও কিশোর উপন্যাসের জন্য পুরস্কৃত হয়েছেন শাপলা দোয়েল পুরস্কার (১৯৯৬), অতীশ দীপঙ্কর পুরস্কার (১৯৯৮), ইউরো শিশুসাহিত্য পুরস্কার (২০০৩)। ছোটগল্প ও উপন্যাসের চলচ্চিত্রায়ন হয়েছে প্রেসিডেন্ট (১৯৬৬), কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩), মেঘের পরে মেঘ (২০০৪), ধ্রুবতারা, মধুমতি (২০১০)। টিভি নাটকের জন্য পেয়েছেন টেনাশিনাস পুরস্কার (১৯৯৭), বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলেনিয়াম অ্যাওয়ার্ড (২০০০), টেলিভিশন রিপোর্টার্স অ্যাওয়ার্ডসহ (২০০০) তিনি এ পর্যন্ত অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর