thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে রাজি নয় রাহানেরা

২০২১ জানুয়ারি ০৪ ১৫:০৯:৩৩
চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে রাজি নয় রাহানেরা

দ্য রিপোর্ট ডেস্ক: মাঠে বসে দর্শকদের খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেটারদের থাকতে হচ্ছে জেলখানার মতো করে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এ দ্বিচারিত নিয়ম মেনে নিতে পারছে না ভারত। এরইমধ্যে অজিঙ্কা রাহানেরা সাফ জানিয়ে দিয়েছেন, কোনভাবেই চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে রাজি নয়।

সিডনি টেস্টের আগে ভারতের প্রতিটি ক্রিকেটারই হয়েছেন করোনা নেগেটিভ। তাই অস্ট্রেলিয়ার বাকি সফরে দল নিভৃতবাসে থাকতে রাজি নয়। বরং তারা চায়, সরকারি সমস্ত প্রোটোকল মেনে ‘সাধারণ অস্ট্রেলীয়’দের মতোই ঘোরাফেরা করতে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এখন তাতে পুরোপুরি অনুমতি দেয়নি।

ভারতীয় দলের এক সূত্র এক ওয়েবসাইটে বলেছেন, ‘মাঠে দর্শক আসার অনুমতি দিয়ে ওদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এ দিকে যারা মাঠে খেলছে, তাদের পরে হোটেলে গিয়ে নিভৃতবাসে থাকতে হচ্ছে। তা-ও আবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পরে। এ ভাবে চিড়িয়াখানার জীবজন্তুদের মতো থাকতে চাই না আমরা।’

সেখানে আরও বলা হয়েছে, ‘এটা কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি। বাকি অস্ট্রেলিয়রা যে নিয়ম মানে সেটা আমরাও মানতে রাজি। যদি মাঠে দর্শক প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে আমাদের নিভৃতবাসে থাকার একটা অর্থ আছে। এখানে পুরো উল্টো কাজকর্ম হচ্ছে।’

অস্ট্রেলিয়া সফরে থাকাকালিন বাবা হারিয়েছেন মোহাম্মদ সিরাজ ও টি নটরাজন। কিন্তু তারা অজিদের কড়া কোভিড-১৯ এর নিয়মের কারণে দেশে ফিরতে পারেননি। ব্যাপারটি নিয়ে ঐ সূত্র থেকে জানা গেছে, ‘এই সফরে ভারত অনেক আত্মত্যাগ করেছে।’

সিডনিতে আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। সোমবারই সিডনি উড়ে গিয়েছে গোটা দল। তার আগে মেলবোর্নে গোটা দলের আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। সেখানে কোনও অপ্রীতিকর ফলাফল পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর