thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

দীপিকার জন্মদিনে হাজির রণবীর-আলিয়া

২০২১ জানুয়ারি ০৬ ১৩:২২:৫১
দীপিকার জন্মদিনে হাজির রণবীর-আলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: কয়েক দিন আগে জঙ্গল ভ্রমণে যান দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেখানে দেখা হয়ে যায় নায়িকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। ছিলেন আলিয়া ভাটও। তাদের চারজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। এবার দীপিকার জন্মদিনে প্রেমিকাসহ হাজির কাপুর পরিবারের ছেলে।

মঙ্গলবার ৩৫ বছরে পা রাখেন দীপিকা। এদিন বার্থ ডে গার্লের দেখা মেলে কালো পোশাকে। পাপারাজ্জিদের সঙ্গে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তিনি।

দীপিকার কালো লেদার প্যান্ট ও ঢিলা সোয়েটারের সঙ্গে মিলিয়ে স্বামী রণবীর সিং পরেন ব্লু ডেনিম এবং সাদা শার্ট ও কালো সোয়েটার। মাথায় ছিল গুচির টুপি।

জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিল বলিউডের একঝাঁক তারকা। সাবেক প্রেমিক রণবীর কাপুরও পৌঁছান দীপিকাকে শুভেচ্ছা জানাতে। সঙ্গী ছিলেন হবু স্ত্রী আলিয়া ভাট। মহেশ ভাটের মেয়ে পরেন কালো প্যান্ট ও বিকিনি টপ, টপের সঙ্গে যুক্ত ফোলানো হাতা বিশেষ নজর কাড়ে। অন্যদিকে ফরমাল সাদা শার্ট ও কালো প্যান্টে সেজেছিলেন রণবীর। তাদের সঙ্গে ছিলেন আলিয়ার বোন শাহিন ভাট।

বার্থ ডে পার্টিতে ছিলেন ‘কালিপিলি’ জুটি ঈশান খাট্টার ও অনন্যা পান্ডে। অনন্যাকে নিয়ে পোজ দেন মেন্টর করণ জোহর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্ক পিছু ছাড়েনি করণের। এই প্রথম মিডিয়ার সামনে খোশমেজাজে পাওয়া গেল তাকে।

শকুন বাত্রার নতুন ছবিতে অনন্যা-দীপিকার সঙ্গে দেখা মিলবে সিদ্ধান্ত চতুর্বেদীর। তারও দেখা মেলে এদিনের পার্টিতে। ছিলেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও।

জন্মদিনে স্বামী রণবীর সিং দীপিকাকে বিবি নম্বর ওয়ানের আখ্যা দেন। ভালোবাসার আলিঙ্গনে স্ত্রীকে জড়িয়ে ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর