thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সূচকে উত্থান, লেনদেন কমেছে ৩৮ শতাংশ 

২০২১ জানুয়ারি ০৬ ১৪:৪৯:৪১
সূচকে উত্থান, লেনদেন কমেছে ৩৮ শতাংশ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সূচকের উত্থানে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বুধবারের লেনদেন। দিনভর সূচকের উত্থান-পতন দেখা গেলেও দিনশেষে প্রধান মূল্যসুচক ৩০ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৫৬৪০ পয়েন্টে। তবে এদিন লেনদেন বড় ভাটা দেখা গেছে। গতকালের চেয়ে লেনদেন কম হয়েছে প্রায় হাজার কোটি টাকার। পাশাপাশি কমেছে অধিকাংশ শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮১ ও ২০৭২ পয়েন্টে অবস্থান করছে।

তবে, ডিএসইতে আজ লেনদেন হয়েছেএক হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেন হয়েছিলদুই হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে৯৬৯ কোটি ৩৬ লাখ টাকা বা প্রায় ৩৮ শতাংশকম লেনদেন হয়েছে।

এদিন, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৬১টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।দিনভর লেনদেনে অংশ নেওয়া২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

দ্য রিপোর্ট/এএস/৬জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর