thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

প্রভাসের সিনেমায় জন আব্রাহাম

২০২১ জানুয়ারি ০৭ ০৭:৫৬:০৪
প্রভাসের সিনেমায় জন আব্রাহাম

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস। ‘ইয়ং রেবেল’খ্যাত এই অভিনেতার ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমায় অভিনয় করবেন প্রভাস। কয়েকদিন আগে এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। এতে আরো কারা অভিনয় করবেন তা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা জন আব্রাহামকে সিনেমাটিতে দেখা যাবে।

একটি সূত্রের বরাত দিয়ে টলিউড ডটনেট জানিয়েছে, ‘সালার’ সিনেমায় জন আব্রাহামকে নেওয়ার পরিকল্পনা করছেন প্রশান্ত নীল। সবকিছু ঠিক থাকলে এতে খল চরিত্রে দেখা যাবে তাকে।

এর আগে নায়িকা চরিত্রে দিশা পাটানির অভিনয়ের গুঞ্জন শোনা যায়। যদিও এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে জানা গেছে, বাকি অভিনয়শিল্পীদের নাম ঘোষণার পরিকল্পনা করছেন নির্মাতা।

খুব শিগগির ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন প্রভাস। এজন্য নিজেকে প্রস্তুত করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। ‘সালার’ সিনেমার জন্য শারীরিক গড়নে বিশেষ পরিবর্তন আনছেন তিনি। ওজনও বাড়াবেন। এই বিষয়ে তাকে সাহায্য করছেন তার ট্রেনার লক্ষণ রেড্ডি।

পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় ‘সালার’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর