thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

সূচক কমেছে,লেনদেন বেড়েছে 

২০২১ জানুয়ারি ০৭ ১৫:৩০:১১
সূচক কমেছে,লেনদেন বেড়েছে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: মূল্য সূচকের পতনে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবারের লেনদেন। দিনভর সূচকের উত্থান-পতন দেখা গেলেও দিনশেষে প্রধান মূল্যসুচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২১ পয়েন্টে। তবে এদিন লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৩পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১২৬৫ ও ২০৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে এক হাজার ৭০১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকার। এ হিসেবে আজডিএসইতে আগের দিন থেকে ১২৪ কোটি ৩৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়ামোট ৩৬২টি কোম্পানির শেয়ারেরমধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্টবেড়ে সূচকটি ১৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

দ্য রিপোর্ট/এএস/৭ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর