thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিলাসবহুল গাড়ি কিনলেন রাশমিকা

২০২১ জানুয়ারি ০৭ ২০:২৪:১৭
বিলাসবহুল গাড়ি কিনলেন রাশমিকা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিতি পেয়েছেন রাশমিকা মান্দানা। দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী তার মিষ্টি চেহারা আর হাসি দিয়ে কুপোকাত করেছেন অগণিত দর্শকের মন। যার ফলে সিনে জগতে তার চাহিদাও বেড়ে গেছে বহুগুণে।

বর্তমানে রাশমিকা চমৎকার সময় পার করছেন। সিনেমায় তার সাফল্য উল্লেখযোগ্য। তবে এবার তার মন আরও বেশি ফুরফুরে। কেননা তিনি তার স্বপ্নের গাড়িটি ক্রয় করেছেন। রেঞ্জ রোভার ব্র্যান্ডের বিলাসবহুল সেই গাড়ির সঙ্গে ছবি তুলে রাশমিকা নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর প্রকাশ করেছেন তার অনুভূতি।

রাশমিকা লিখেছেন, আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখি। তবে এই বিষয়টা আমি সবার সঙ্গেই শেয়ার করতে চাই। কারণ এই পথচলার সঙ্গী আপনারাও। আমি কখনো কল্পনাও করিনি যে, এই অবস্থানে আসতে সক্ষম হবো। সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভালোবাসি তোমাদের।

এদিকে রাশমিকা মান্দানা এবার বলিউডের সিনেমাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন। ‘মিশন মজন্য’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর