thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভারতীয় সিনেমা আমদানিতে ঐক্যমত চলচ্চিত্রের তিন সমিতি

২০২১ জানুয়ারি ০৮ ১১:০৬:০৫
ভারতীয় সিনেমা আমদানিতে ঐক্যমত চলচ্চিত্রের তিন সমিতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: অবশেষে চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি দেশের সিনেমা হলে ভারতীয় হিন্দি ছবি প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছেন। তিন সমিতির কর্তাব্যক্তিরা সম্মিলিত এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে দেশীয় নির্মাতারা ছবির অভাব পূরণ করতে পারছেন না বলে সিনেমা হল বন্ধ ঠেকাতে সীমিত আকারে হলেও ভারতীয় ছবি আমদানির দাবি জানিয়ে আসছিলেন হল মালিকরা। সম্প্রতি তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে মিলেছে বছরে ১০টি সিনেমা আমদানির আশ্বাস।

কঠিন সময় পার করছে দেশের সিনেমা হলগুলো। প্রযোজক বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে - বর্তমান বাস্তবতায় তাই স্লোগান পাল্টে হয়েছে সিনেমা হল বাঁচলে, চলচ্চিত্র বাঁচবে।

পর্যাপ্ত মানসম্মত সিনেমার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। বাকি যে সিনেমা হলগুলো আছে, সেগুলোও বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে হল মালিকরা।

এমন বাস্তবতায় প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ে বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়। তথ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে সব সমিতির মতামত নেওয়ার কথা বলেন প্রদর্শক সমিতিকে।

সম্প্রতি প্রযোজক, পরিচালক এবং প্রদর্শক সমিতির কর্তাব্যাক্তিরা বৈঠক করেন। যেখানে বেঠক শেষে একমত হোন তারা।

তবে অনুমতি মিললেও দেশের সিনেমা হলগুলো হিন্দি সিনেমা প্রদর্শনের উপযুক্ত নয়। সংশ্লিষ্টরা বলছেন সরকার বলিউড ছবি আমদানির অনুমতি দিলে মালিকপক্ষ তাদের সিনেমা হল সংস্কারের কাজ শুরু করবেন।

হিন্দি ছবি এলেই কি সিনেমা হল বাঁচবে ? এমন প্রশ্নে সংশ্লিষ্টরা জানান বিষয়টি এমন নয়। সরকারকে খুব দ্রুত চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিকে শিল্পের সকল সুবিধার আওতায় আনার দাবি জানান তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর