thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে পাকিস্তান

২০২১ জানুয়ারি ১০ ১০:৪২:১৮
হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক: ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে পাকিস্তান। সে দেশের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ‘ব্লাক আউটে’ পড়ে দেশটি। জাতীয় সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সে দেশের পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, সংযোগ স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগতে পারে।

ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজাফফরগড়, ভাওয়ালপুর, বেলুচিস্তানসহ বড় বড় শহর অন্ধকারে ঢেকে যায়। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরও অন্ধকারে পড়ে। বন্ধ হয়ে যায় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত জানিয়েছেন, এনটিডিসির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের বড় বড় শহরগুলোকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে।

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব রাতেই টুইট করে জানিয়েছেন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় হঠাৎ করেই সমস্যা দেখা দেয়ায় দেশজুড়ে ব্ল্যাকআউটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

এদিকে ব্লাকআউট হওয়ার পরপরই টুইটারে #ব্ল্যাকআউট শব্দটি ট্রেন্ডিং হয়ে পড়ে। এ নিয়ে ২০ হাজার টুইট হয়েছে।

এর আগে ২০১৫ সালে ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। সে সময় রাজধানী ইসলামাবাদসহ দেশের ৮০ শতাংশ অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ন্যাশনাল গ্রিড বসে যাওয়ার কারণে সেই ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল গোটা পাকিস্তানকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর