thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

ডিএসইতে পিই রেশিও ৫.৬৩ শতাংশ বেড়েছে 

২০২১ জানুয়ারি ১০ ১৩:৪৭:২৭
ডিএসইতে পিই রেশিও ৫.৬৩ শতাংশ বেড়েছে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৫.৬৩ শতাংশ । এর আগের সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ছিল১৬দশমিক ৫৩পয়েন্ট। আলোচ্য সপ্তাহে পিই রেশিও অবস্থান করছে১৭দশমিক ৪৬পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে দশমিক ৯৩ পয়েন্ট বা ৫.৬৩ শতাংশ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়,সিমেন্ট খাতে পিই রেশিও ২৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে,ব্যাংক খাতের পিই রেশিও ৮.৯ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৯দশমিক ১পয়েন্টে, আর্থিক খাতে ২৯.২পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১০.৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ২০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২২ দশমিক ৯ পয়েন্টে, সিরামিক খাতে ১০১.২ পয়েন্টে, পাট খাতে পিই রেশিও এক হাজার ৫২৩.৭পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩ পয়েন্ট, পেপার ‍ও প্রিন্টিং খাতে ৫৮দশমিক ৬ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৬.৭ পয়েন্টে,খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২১.২পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬.৮ পয়েন্টে, ট্যানারী খাতের ৪৯.৯পয়েন্টে, টেলিকমিনেকেশন খাতে ১৯.৯পয়েন্টে, বস্ত্র খাতের ২১.৭ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৩৯পয়েন্টে এবংবিবিধ খাতে ৭৬.৯পয়েন্টে অবস্থান করছে।

দ্য‍ রিপোর্ট/এএস/১০ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর