thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

আব্বার চরিত্রটা ভালোভাবে কোরো: শুভকে প্রধানমন্ত্রী

২০২১ জানুয়ারি ১১ ১০:১৫:৪৪
আব্বার চরিত্রটা ভালোভাবে কোরো: শুভকে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে শিগগিরই মুম্বাই পাড়ি দেবেন বাংলাদেশের কলাকুশলীরা। এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ, শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ। বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে তৌকির আহমেদ, ফজলুর রহমান বাবু, তুষার খান, দিলারা জামান, সিয়াম আহমেদসহ শতাধিক শিল্পীকে।

সিনেমার শুটিং করতে আগামী ১৯ জানুয়ারি মুম্বাই যাবেন চলচ্চিত্রটির শিল্পীদের একটি অংশ। আর ফেব্রুয়ারিতে যাবেন আরো কয়েকজন। সেই যাত্রার আগে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার দোয়া ও শুভেচ্ছা নিয়েছেন কয়েকজন তারকা। গতকাল ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবনে দুই বোনের সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু সিনেমার তারকারা। বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় ৬টা পর্যন্ত ২০ জনের একটি দল প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়।

আরিফিন শুভ বলেন, ‘ছবিটির শুটিং শুরুর আগে বঙ্গবন্ধুকন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধুকন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তার বাবা সম্পর্কে বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বললেন, শুভ, আমার আব্বার চরিত্রটা ভালোভাবে কোরো।’

সেখানে ছিলেন আরিফিন শুভ ছাড়া নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দিঘী, হিমিসহ আরো অনেকেই।

২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ চলবে টানা ১০ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় লটের জন্য কিছুদিনের বিরতি থাকবে। তারপর বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর