thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৭ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

সূচকের পতন;  লেনদেন বাড়লেও কমেছে অধিকাংশ শেয়ারের দর 

২০২১ জানুয়ারি ১৩ ১৫:১৫:২৭
সূচকের পতন;  লেনদেন বাড়লেও কমেছে অধিকাংশ শেয়ারের দর 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে(ডিএসই) মূল্য সুচকের বেশ পতন দেখা গেছে। এদিন ডিএসই প্রধান মূল্যসুচক ডিএসইএক্ম ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭০ পয়েন্টে। অন্যদিকে, বুধবার সুচকের পতনের দিনে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে, এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে২ হাজার ১৫৯ পয়েন্ট এবং১ হাজার ৩০১ পয়েন্টে।

বুধবার দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৮ কোটি ৪০ লক্ষ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। এ হিসেবে, আজ ১২৬ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬০ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির শেয়ার দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৪০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। লেনদেন হয়েছে ১৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/১৩জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর