thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মার্জিন ঋণে  ১২ শতাংশের বেশি সুদ নয়- বিএসইসি 

২০২১ জানুয়ারি ১৩ ১৯:০৪:৫৩
মার্জিন ঋণে  ১২ শতাংশের বেশি সুদ নয়- বিএসইসি 

দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্জিন ঋণের বিপরীতে কোন ঋণদাতা প্রতিষ্ঠান ১২ শতাংশের বেশি সুদ নিতে পারবে না। বুধবারপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে প্রথমবারের মতো মার্জিন ঋণের বিপরীতে সুদ হার বেধে দেওয়া হলো। এতেবিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোনো প্রতিষ্ঠানকোনোভাবেেইমার্জিন ঋণের তহবিল ব্যবস্থাপনা ব্যয়ের চেয়ে ৩ শতাংশের বেশি ব্যবধান রাখতে পারবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।

উল্লেখ্য, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিয়ে বিনিয়োগ করেন, সেটাকে মার্জিন ঋণ বলে।

দ্য রিপোর্ট/এএস/১৩ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর