thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সিরাজুল আলম খান হাসপাতালে

২০২১ জানুয়ারি ১৪ ১১:০৪:০২
সিরাজুল আলম খান হাসপাতালে

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান (দাদা ভাই) অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে সিরাজুল আলম খানকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে রাত ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিরাজুল আলম খানের বয়স ৮০ বছর। তিনি উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসকষ্ট আছে, ফুসফুসে প্রদাহ আছে। হার্টেও সমস্যা আছে।

রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম চির কুমার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে এখন ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গে থাকেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর