thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ব্রিজ ভেঙে নদীতে, প্রাণ গেল মাদ্রাসা সুপারের

২০২১ জানুয়ারি ১৬ ০৭:৫৫:২১
ব্রিজ ভেঙে নদীতে, প্রাণ গেল মাদ্রাসা সুপারের

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজার এলাকায় একটি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। এ দুর্ঘনায় প্রাণ হারিয়েছেন মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া দাখিল মাদরাসার প্রধান মাওলানা আইয়ুব আলী। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। এসময় ভাঙা অংশ নাঝ নদীতে পড়ায় হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হওয়া কয়েকজনকে উদ্ধার করা গেলেও কয়েকজন নিখোঁজ আছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান।

এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর