thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি, লুজার জিলবাংলা 

২০২১ জানুয়ারি ১৬ ১৩:৩২:৩৬
সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি, লুজার জিলবাংলা 

দ্য রিপোর্ট প্রতিবেদক:এক সপ্তাহের ব্যবধানে রবির শেয়ারের দাম বেড়েছে৪৭.২৭ শতাংশ। এর ফলেটানা তিন সপ্তাহের মতোঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছেরবি আজিয়াটা লিমিটেড। অন্যদিকেসর্বোচ্চ ২১.৪১ শতাংশদর কমায়, সাপ্তাহিক টপটেনলুজারের তালিকায় শীর্ষে অবস্থান করছেজিলবাংলা সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহেগড়ে প্রতিদিন১১৬ কোটি ১৭ লাখ টাকা অর্থ্যাৎ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রবি আজিয়াটার । টপটেন গেইনার তালিকায় সেরা দশ কোম্পানির অন্যগুলো হলো-বেক্সিমকো লিমিটেড,লাফার্জহোলসিম,আলিফ ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, সামিট পাওয়ার, এশিয়া ইন্স্যুরেন্স, বিএস্আরএম স্টিলস মিলস, অ্যাপোলো ইস্পাত ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের তালিকায় শীর্ষে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম২১.৪১ শতাংশ কমেছে।সপ্তাহজুড়ে কোম্পানিটিগড়ে প্রতিদিন ২৭ লাখ ১৬হাজার টাকা অর্থ্যাৎ সর্বমোট১ কোটি ৩৫ লাখ ৮৩হাজার টাকা লেনদেন করেছে কোম্পানিটি।

টপটেন লুজারের তালিকায় প্রথম দশ কোম্পানির অন্যগুলো হলো-ন্যাশনাল পলিমার লিমিটেড,ক্রিস্টাল ইন্স্যুরেন্স,এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/১৬ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর