thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

তিন চমক নিয়ে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

২০২১ জানুয়ারি ১৬ ১৯:০৮:৫৫
তিন চমক নিয়ে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ৬ জন।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আল আমিন হোসেন, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাইম শেখ জায়গা পাননি। চোটের কারণে আগেই ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন।

অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, দুই পেস বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম প্রথমবারের মত চূড়ান্ত ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন।

টাইগারদের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ অধিনায়ক), রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, কিওন হার্ডিং, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলঝারি জোসেফ, জাইল মায়ের্স, আন্দ্রে ম্যাককার্থি, কর্ন ওটলে, রবম্যান পাওয়েল, রেমন রেইফার, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়ানডে সিরিজের সূচি:

১ম ওয়ানডে- ২০ জানুয়ারি, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

২য় ওয়ানডে- ২২ জানুয়ারি, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

৩য় ওয়ানডে- ২৫ জানুয়ারি, ২০২১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর