thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

হজ শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৪১০ জন

২০১৩ নভেম্বর ১১ ০৯:৩৩:২২
হজ শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৪১০ জন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পবিত্র হজ পালনের পর গত ২৩ দিনে ৬৬ হাজার ৪১০ হাজি দেশে ফিরেছেন। হজে গিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮৩ জন।

রবিবার রাত ১২টায় ধর্ম মন্ত্রণালয়ের মক্কার আইটি হেল্প ডেস্কের সর্বশেষ তথ্যে এসব জানানো হয়েছে।

গত ১৯ অক্টোবর ফিরতি ফ্লাইট শুরু হয়। ৩০ নভেম্বর ফিরতি ফ্লাইট শেষ হবে বলে হজ অফিস সূত্রে জানা গেছে।

এবার পবিত্র হজ পালনের জন্য ৮৭ হাজার ৮৫৪ হজযাত্রী সৌদি আরব যান। সৌদি আরব যেতে ২২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৩ ও সৌদিয়া এয়ারলাইন্সের ১১৮টি ফ্লাইট। গত ৭ সেপ্টেম্বর চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হয় ৯ অক্টোবর।

এবার ১৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৬ অক্টোবর কোরবানির মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।

মৃত হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ২ জন ও বেসরকারিভাবে যাওয়া ৮১ জন রয়েছেন। এর মধ্যে মক্কায় ৬৭, মদিনায় ১৩ ও জেদ্দায় ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ৭৩ জন ও মহিলা ১০ জন।

সর্বশেষ গত ৭ নভেম্বর নাটোরের মো. শসমের আলী (৮৯) মক্কায় মারা যান। তিনি এ বছর আনজুম ওভারসিজের মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তার পাসপোর্ট নম্বর এএফ-৬৬৫৮৮২৮।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এএস/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর