thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ লন্ডন স্টক এক্সচেঞ্জের 

২০২১ জানুয়ারি ১৮ ১৪:১৫:২৪
পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ লন্ডন স্টক এক্সচেঞ্জের 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ। রবিবারবাংলাদেশ নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এসে তাদের এই আগ্রহের কথা জানান।

রবিবার বিকালেরবার্ট চ্যাটার্টন ডিকসন কমিশনের সঙ্গে সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।এতে উভয় দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ বিষয়েশিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন,আলোচনা ফলপ্রসু হয়েছে। তারা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করতে চায়। আমরাও তাদের সাথে কাজ করতে আগ্রহী। যৌথভাবে কাজ করে আমরা পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই ।

দ্য রিপোর্ট/এএস/১৮ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর