thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিলেটে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

২০২১ জানুয়ারি ১৮ ১৯:২২:২১
সিলেটে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় গোলাপগঞ্জ ও জকিগঞ্জের চারজনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন। এর আগে গোলাপগঞ্জ ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ (পাপলু), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

এদিকে,বহিষ্কারাদেশ সমূহের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর