thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

যুবলীগ চেয়ার‌ম্যান-সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

২০২১ জানুয়ারি ২১ ০৮:৫৪:৪৫
যুবলীগ চেয়ার‌ম্যান-সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল। তবে তাদের শারীরিক তেমন কোনো জটিলতা নেই।

বুধবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

জয়দেব নন্দী জানান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল মঙ্গলবার নমুনা জমা দেন চেয়ারম্যান। তারও করোনা পজিটিভ আসে। তবে তার কোনো ধরনের উপসর্গ নেই। এখন পর্যন্ত স্বাভাবিক আছেন।

করোনা শনাক্তের পর নিজ বাসায় আইসোলেশনে থাকা যুবলীগ চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দেশে করোনার প্রকোপ শুরুর পরও নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিল যুবলীগ। সংগঠনের কর্মসূচির পাশাপাশি অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণও করেছে সংগঠনটি। এতে যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর