thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

পিতৃহারা হলেন অভিনেতা জয়

২০২১ জানুয়ারি ২১ ১৩:৫৫:০৩
পিতৃহারা হলেন অভিনেতা জয়

দ্য রিপোর্ট ডেস্ক: আলোচিত অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকে একটি পোস্ট দিয়ে বাবা হারানোর কথা জয় নিজেই বন্ধু ও ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবাকে হারালাম। আজ সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’ জয়ের এই পোস্টের নিচে শোক জানিয়েছেন শোবিজের বহু তারকা।

জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ জীবদ্দশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং একইসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিনেতা তার বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর