thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

ঢামেকে সবার আগে ভ্যাকসিন পাবেন হাসপাতালের স্টাফরা

২০২১ জানুয়ারি ২১ ২০:০৩:৪০
ঢামেকে সবার আগে ভ্যাকসিন পাবেন হাসপাতালের স্টাফরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সবার আগে করোনা ভ্যাকসিন পাবেন এই হাসপাতালের স্টাফরা। তাদেরকে ভ্যাকসিন দেওয়ান মাধ্যমে শুরু হবে ঢামেকে ভ্যাকসিন প্রয়োগ। এ জন্য পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম হাতে নিয়েছেন ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিকল্পনার বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে প্রথমত হাসপাতালের স্টাফদের দিয়ে শুরু করবো। এ জন্য তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আপাতত ঢামেকের জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডটিকে এ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য যা কিছুই করা হবে,সবই মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি নিয়ম মেনে করা হচ্ছে।’ কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘করোনাভ্যাকসিন প্রয়োগের জন্য বেশ কয়েকটি বুথ তৈর্ করা হবে। প্রতিটি বুথের জন্য নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকসহ একটি টিম নির্ধারণ করা হবে। এ জন্য তাদের ট্রেনিং দেওয়া হবে। আমাদের এখানে কিছু ট্রেইনার রয়েছে। যতগুলো বুথ হবে, সেখানে যাদের দিয়ে কাজগুলো করানো হবে,সবাইকেই ট্রেনিং দেওয়া হবে।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন,‘এখনও পুরোপুরি নির্দেশনা আসেনি। যতটুকু নির্দেশনা পেয়েছি, সে অনুপাতেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

কবে নাগাদ ভ্যাকসিন পাচ্ছেন এবং কবে নাগাদ প্রয়োগ শুরু হতে পারে প্রশ্নে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত হতে পারিনি,তবে অতি শিগগির সম্ভব হবে। কাজটি যেহেতু বিশাল, সেজন্য আগে থেকে প্রস্তুতির দরকার আছে। আমরা সেই কাজটিই করছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর