thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সেন্টমার্টিনে ট্রলার ডুবি: ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৯

২০২১ জানুয়ারি ২৩ ১৭:৩৪:১৬
সেন্টমার্টিনে ট্রলার ডুবি: ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৯

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ডুবে চার জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় নয় জন নিখোঁজ রয়েছেন। তবে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে ট্রলারটি ডুবে যায়।

সেন্টমার্টিন কোস্টগার্ডের লেফটেন‌্যান্ট আরিফুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌ বাহিনীর তিনটি ও কোস্টগার্ডের দুইটি জাহাজ উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরিফুজ্জামান আরও জানান, চট্টগ্রামের মালিকানাধীন ট্রলাটির নাম জানজাবিন। তাতে ২৬ জন মাঝিমাল্লা ছিল। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নয় জনের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রামে নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর