thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

স্ত্রীকে ২৬ কোটি রুপির উপহার দিলেন সঞ্জয়

২০২১ জানুয়ারি ২৬ ১০:৪৮:০৪
স্ত্রীকে ২৬ কোটি রুপির উপহার দিলেন সঞ্জয়

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সঞ্জয় দত্ত তার স্ত্রীকে চারটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। মুম্বাইয়ের পালি হিলের ইম্পেরিয়াল হাইটে এসব ফ্ল্যাট অবস্থিত। সঞ্জয়ের দেওয়া ফ্ল্যাট নম্বর হলো—৩০১, ৪০১, ১১০১, ১২০১। পাশাপাশি এই অ্যাপার্টমেন্টে ১৭টি গাড়ি পার্কিংয়ের জায়গাও উপহার দিয়েছেন সঞ্জয়। যার মোট মূল্য ২৬.৪৬ কোটি রুপি। গত ডিসেম্বরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সঞ্জয়।

১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে প্রথম ঘর বাঁধেন সঞ্জয়। ১৯৯৬ সালে এ সংসারের ইতি টানেন তিনি। ১৯৯৮ সালে রেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। ২০০৮ সালে ভেঙে যায় এ সংসারও। সর্বশেষ ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। এ সংসারে ইকরা ও শাহরান নামে দুটি সন্তান রয়েছে।

গত বছরের আগস্টে জানা যায়, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন সঞ্জয় দত্ত। এরপর মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার। গত ২১ অক্টোবর এ অভিনেতা জানান, তিনি ক্যানসার মুক্ত হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর