thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ইনডেক্স এগ্রোর আইপিও আবেদন শুরু  ২২ ফেব্রুয়ারি 

২০২১ জানুয়ারি ২৬ ১৩:৫৮:০৬
ইনডেক্স এগ্রোর আইপিও আবেদন শুরু  ২২ ফেব্রুয়ারি 

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫.০৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪.০৬ টাকা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭.০৭ টাকা।

বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫.৬০ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ওএএফসি ক্যাপিটাল।

দ্য রিপোর্ট/এএস/২৬ জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর