thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পথচারী নিহত

২০২১ জানুয়ারি ২৭ ১৫:৪০:২০
দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পথচারী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ইউসেপ আমবাগান কেন্দ্রে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর সময় গুলি লেগে আলাউদ্দিন আলু (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ তাদের হাসপাতাল কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। তার বুকের নিচে গুলি লাগে।

প্রসঙ্গত, সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর