thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বাসচাপায় প্রাণ গেল একাত্তর টিভির ভিডিও এডিটরের

২০২১ জানুয়ারি ২৮ ০৮:৪৮:৩৭
বাসচাপায় প্রাণ গেল একাত্তর টিভির ভিডিও এডিটরের

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বেসরকারি টেলিভিশন একাত্তরের ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক সিনথিয়া।

গুলশান থানার উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, গোপাল সূত্রধর মোটরসাইকেলে করে নর্দ্দা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে গোপাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলাল হোসেন বলেন, নিহতের মরদেহ এখন একাত্তরের অফিসে নেয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর