thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

মার্জিন ঋণে সুদহারের সিদ্ধান্ত ১লা জুন থেকে কার্যকর 

২০২১ জানুয়ারি ২৮ ১৩:১৩:৫৪
মার্জিন ঋণে সুদহারের সিদ্ধান্ত ১লা জুন থেকে কার্যকর 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা ফেব্রুয়ারি থেকে মার্জিন ঋণ সুদহার সর্বোচ্চ ১২ শতাংশ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দেশের শীর্ষ ৩০ ব্রোকারের সাথে বৈঠকের পরে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় পিছিয়ে দিয়েছে বিএসইসি।আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২৭ জানুয়ারি ,বুধবার বিএসইসি ভবনেঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজগুলোর সাথে বৈঠক করে বিএসইসি। তাদের অনুরোধে বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৩ জানুয়ারি বিএসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সুদের হার ১২ শতাংশ বেঁধে দেয়।

দ্য রিপোর্ট/এএস/২৮জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর