thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ

২০২১ জানুয়ারি ২৮ ১৯:৩১:২৮
বিএফইউজে’র ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন যুগ্ম মহাসচিব আবদুল মজিদ। আজ বৃহস্পতিবার বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই পদে যোগ দিতে গতকাল নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার আগে মঙ্গরবার শাবান মাহমুদ বিষয়টি বিএফইউজে’র সভাপতি মোল্লা জালালকে লিখিতভাবে অবহিত করেছেন।

আজ বৃহস্পিতিবার এক অফিস নোটিশে ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন মোল্লা জালাল।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা আবদুল মজিদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক ছিলেন।

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সাংবাদদাতা সমিতি’-ডিক্যাব’ এর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর