thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সৌরভের অস্ত্রোপচার সফল

২০২১ জানুয়ারি ২৯ ১৪:৩০:১৪
সৌরভের অস্ত্রোপচার সফল

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রতি ঘণ্টায় সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে আগামি আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে তাকে।

এর আগে জানা গিয়েছিল, সৌরভের দীর্ঘদিনের চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে তার ধমনিতে স্টেন্ট পরানো হবে। চিকিৎসকেরা কাল এনজিওপ্লাস্টির পর দুটি স্টেন্ট পরিয়েছেন সৌরভের ধমনিতে।

রক্তনালির মধ্যে চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্ত করতে এনজিওপ্লাস্টি করা হয়। এই প্রশস্ত পথ ধরে রাখতে স্টেন্ট বা রিং পরানো হয়। এদেকে এনজিওপ্লাস্টির পর অ্যাপোলো হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ‘গোটা প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। সৌরভ গাঙ্গুলী নিবিড় পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় আছেন।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অ্যাপোলো হাসপাতালে দেখতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলীকে। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, ‘সৌরভ জেগে আছে। কথা বলছে। অস্ত্রোপচার সফল হয়েছে। আমি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি।’ সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের শুভকামনাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভের চিকিৎসা প্যানেলের এক সিনিয়র চিকিৎসক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘জনাব গাঙ্গুলীর রাতে ভালো ঘুম হয়েছে। সকালে হালকা নাশতাও করেছেন। চিকিৎসার পরবর্তী ধাপ নিশ্চিত করতে আজ তাঁর কিছু পরীক্ষা করা হবে।’

এদিকে চিকিৎসক দেবী শেঠি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সৌরভের অবস্থা স্থিতিশীল।’

আগামী এক বছর কড়া ডোজের ওষুধের সঙ্গে জীবনযাপনও নিয়ন্ত্রণ করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে।

এরআগে গত পরশু বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় সৌরভকে। তখন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, আগের রাতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। বিকেলেও বুকে ব্যথা অনুভব করছিলেন। দুপুরে ব্যথা বাড়লে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। কলকাতা পুলিশ জানিয়েছিল, গ্রিন করিডর করে হাসপাতালে নেওয়া হয় সৌরভকে। জরুরি অবস্থা কিংবা বিশেষ গুরুত্বপুর্ণ কাউকে দ্রুত হাসপাতালে নিতে গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর