thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

গণমাধ্যমকর্মীকে চাপা দেওয়া বাসের হেলপার আটক

২০২১ জানুয়ারি ২৯ ১৪:৩৭:৩৫
গণমাধ্যমকর্মীকে চাপা দেওয়া বাসের হেলপার আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর নর্দায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে চাপা দেওয়া ঘাতক বাসের হেলপার মাছুমকে ঝালকাঠির নলছিটি থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার পর পালিয়ে ঝালকাঠি চলে গিয়েছিলেন তিনি। ঘাতক বাস চালককে ধরতেও অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে অফিস শেষে মোটরসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে ৪টা ২০ মিনিটে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয় হয়। এরপর অবস্থা গুরুতর হলে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর