thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ডিএসইতে পতনের সপ্তাহ 

২০২১ জানুয়ারি ৩০ ১২:০৫:১৬
ডিএসইতে পতনের সপ্তাহ 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ক্ষেত্রেই পতন দেখা গেছে। এ সপ্তাহে ডিএসইতে একদিকে যেমন কমেছেসূচক, অন্যদিকে কমেছে লেনদেনের পরিমান ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। আলোচ্য সপ্তাহে কমেছে বাজার মুলধনের পরিমানও। ডিএসই সূচকে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট শতাংশ কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১২৮০ পয়েন্টে এবং ২১৯১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জেপাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এ পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকার।আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২৪ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ৪৪৯ টাকার।অর্থ্যাৎ, আগের সপ্তাহ থেকে ১ হাজার ৮০৮ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৮৪৪ টাকা বা ২৩.১১ শতাংশ কম হয়েছে।

এর প্রভাব বাজার মূলধনের উপরও পড়েছে।সপ্তাহটিতে ডিএসইতেবাজার মূলধন কমেছে ৮ হাজার কোটি টাকার বেশি।সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি ৫ লাখ ২১ হাজার টাকার। যা সপ্তাহের শেষে গিয়ে দাড়ায় ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন কমেছে ৮ হাজার ২৭৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। অংশ নেওয়া ৩৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টির কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার ও ইউনিট দর।

দ্য রিপোর্ট/এএস/৩০জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর