thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু ১৮ ফেব্রুয়ারি

২০২১ জানুয়ারি ৩১ ১৩:১৫:২৫
ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু ১৮ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট।

রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া, ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের কাছেও ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা এবং নেপালে বিমানের শিডিউল ওয়েবসাইট থেকে জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর