thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

আওয়ামী লীগ নেতা টিটু হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

২০২১ জানুয়ারি ৩১ ১৫:২৪:৪৩
আওয়ামী লীগ নেতা টিটু হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলার রায়ে ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১টায় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এ মামলায় অপর ১৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৪ আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকুবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহামুদ হাসান, সবুজ মোল্লা, রফিুকল ইসলাম, নতুন চৌধুরী, মশিউর চৌধুরী ওরফে মশিউর রহমান চৌধুরী, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, পান্নু চৌধুরী, সালমা বেগম, আজিজ সরদার, এনাম ওরফে ইনাম ওরফে এনামুল, দুলু শিকদার, সাদ্দাম ওরফে ছাদ্দাম কাজী, আজ্জম চৌধুরী ওরফে আজজোম চৌধুরী, নাইম কাজী, ইমদাদুল শেখ ওরফে ইনদাদুল, আলামিন শেখ, দুলাল ওরফে শুক মিয়া, ইউসুব আলী ওরফে ইউসুফ চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, শুভ চৌধুরী ও রিকায়ে মোল্লা।

এই মামলায় ৩১ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালত সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই দুপুরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা নড়াইল জেলার নড়াগাতি থানাধীন চর শিংগাতী গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার এসআই নিমাই চন্দ্র মন্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর