thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হেফাজতের আমির বাবুনগরী হাসপাতালে ভর্তি

২০২১ জানুয়ারি ৩১ ১৫:২৭:৩১
হেফাজতের আমির বাবুনগরী হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: জ্বর এবং পায়ে ইনফেকশন নিয়ে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের প্রচার সচিব জাকারিয়া নোমান ফয়েজী বলেন, জ্বর এবং ডান পায়ে ইনফেকশন নিয়ে হুজুর হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে। অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির আহমদ শফী মারা যান।পরে সম্মেলনের মধ্য দিয়ে ৬৭ বছর বয়সী জুনাইদ বাবুনগরী আমিরের পদে আসেন। তবে আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারীরা এই কমিটি প্রত্যাখ্যান করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ জানুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর