thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

দুই মাসের মধ্যে সর্বনিম্ম লেনদেন ডিএসইতে

২০২১ ফেব্রুয়ারি ০১ ১৬:১০:১৪
দুই মাসের মধ্যে সর্বনিম্ম লেনদেন ডিএসইতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের বড় পতন হয়েছে। লেনদেন হয়েছে প্রায় গত দুই মাসের মধ্যে সর্বনিন্ম। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা। যা প্রায় গত দুই মাসের মধ্যে সর্বনিন্ম। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসের আট তারিখে সর্বশেষ ডিসইতে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার টাকা।

সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৩৮টি ও অপরিবর্তিত রয়েছে ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ১০ লাখ ছয় হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ার ও ইউনিটের দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ১৯১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৮টি কোম্পানির। দর কমেছে ৭৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৫৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১২৫ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৮৩৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯১৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪১ পয়েন্টে। সিএসআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৯ পয়েন্টে।

(দ্য রিপোর্ট/আরজেড/১ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর