thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

টেস্টে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন উইন্ডিজ কোচ

২০২১ ফেব্রুয়ারি ০২ ১০:৫৫:১৪
টেস্টে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন উইন্ডিজ কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোণাকালে বাংলাদেশ যেখানে এ পর্যন্ত একটা টেস্ট ও খেলতে পারেনি, সেখানে ওয়েস্ট ইন্ডিজ দল খেলেছে ৫টি টেস্ট। করোণাকালে প্রথম টেস্টে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে তারা।

তবে করোণাকালে টেস্ট খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটা মনে করছেন না দলটির হেড কোচ ফিল সিমন্স-'আমার মনে হয় না, এটা আমাদেরকে এগিয়ে রাখবে। বাংলাদেশ যদিও গত এ বছর টেস্ট খেলছে না, তবুও হোমে তারাই এগিয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেট কম খেলতে পারেন, তবে ট্রেনিংটা যথার্থ হওয়া চাই।এটা না খেলার মরিচা কাটিয়ে নেয়া। যেটা হচ্ছে সম্পূর্ন মানসিক ব্যাপার।'

তবে দীর্ঘদিন টেস্টের বাইরে থাকায় ম্যাচের শুরুতে বাংলাদেশ দলের কিছু কিছু দুর্বলতা দেখা যেতে পারে এবং সেই দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন ফিল সিমন্স-' আমি মনে করি দুর্বলতার সামান্যতম টেস্টের প্রথম দিকে হতে পারে। তারা এক বছরের জন্য টেস্ট ক্রিকেট খেলেনি, টেস্টে ফিরে হয়তো প্রথম দিকে কিছুটা দুর্বলতা দেখা যেতে পারে। আমি নিশ্চিত যে শীঘ্রই এটি কাটিয়ে উঠবে তারা। তাদের দলে আছে অভিজ্ঞ তামিম,সাকিব।যদি তাদের দূর্বলতা লম্বা সময় না হয়,তাহলে আমরা সুযোগ হারাব।'

তিন দিনের অনুশীলণ ম্যাচে কর্তৃত্ব নিয়ে খেলে ড্র' করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন ম্যাচের উইকেট নিয়ে তীব্র অসন্তুষ্টি তার- উইকেটটি সেরা ছিল না এবং আমি বলতে পারি না আমরা এর মতো একটি উইকেট পাব বা পাব না। উইকেটটি শ্লো এবং লো ছিল।উইকেট বোঝার জন্য ক্রিজে দীর্ঘ সময় অপেক্ষা করেছে ব্যাটসম্যানরা,তা দেখতে ভালই লেগেছে। কারণ,উইকেটটি একটু আলাদা- শ্লো এবং লো। দুই কিংবা তিন স্পিনার খেলান, তারাই বড় প্রভাব ফেলবে।'

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়েও স্বচ্ছ কোন ধারণা নেই তার- 'আমরা এখন পাঁচ দিনের টেস্ট উইকেটটি দেখিনি। তাই আমরা আগামীকাল কী ধরনের টেস্ট উইকেট পাব তা দেখার অপেক্ষায় আছি।'

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর