thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বুধবার শুরু বাংলাদেশের টেস্ট পরীক্ষা

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৭:০৯:৩৯
বুধবার শুরু বাংলাদেশের টেস্ট পরীক্ষা

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে প্রায় দশ মাস বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর সফরকারীদের বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে টাইগাররা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল (বুধবার)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে। বাংলাদেশের সামনে এবার জয় তুলে নেয়ার বড় সুযোগ। কারণ এবারের সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ২০১৮ সালে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা।

অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে একটিতে জিতেছে ও ৬টিতে হেরেছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারানো গেলেও টেস্ট সিরিজ কঠিন হবে। বিশেষ করে ক্যারিবীয়দের বোলিং আক্রমণ বাংলাদেশকে ভোগাতে পারে। প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যে বোলিং ক্যারিশমা দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার রাখিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। দুইটি ম্যাচ ড্র হয়েছে।

এই ম্যাচ সামনে রেখে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘সম্প্রতি সময়ে আমাদের টেস্ট পারফরম্যান্স খুব বেশি ভালো না। আমরা উন্নতি করার চেষ্টা করছি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার পর আমরা লম্বা আলোচনা করেছি। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। আপনার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কম থাকতে পারে। কিন্তু কঠোর অনুশীলন করতে হবে। বাংলাদেশই পিছিয়ে থাকবে। এতে মরিচা দূর হবে, খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী হবে। প্রথম দিন কয়েক ঘণ্টা গেলে ছেলেরা ছন্দে ফিরবে।’

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্লাকউড, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাখিম কর্নওয়াল, রেমন রেইফার/আলজারি যোসেফ, জোমেল ওয়ারিকান, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর