thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফিফটি করে ফিরলেন সাদমান

২০২১ ফেব্রুয়ারি ০৩ ১৪:৫৩:৪১
ফিফটি করে ফিরলেন সাদমান

দ্য রিপোর্ট প্রতিবেদক: অধিনায়ক মুমিনুলের পর এবার উইন্ডিজ স্পিনার ওয়ারিকানের শিকার হয়ে সাজঘরে ফিরলেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ৫৭তম ওভারের তৃতীয় বলে সাদমানকে এলবিডব্লিউ করে ফেরান ওয়ারিকান। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৪ উইকেটের বিনিময়ে বাংরাদেশের সংগ্রহ ১৪০ রান।

মুশফিকুর রহিম ৯ রানে এবং সাকিব আল হাসান ৩ রানে অপরাজিত রয়েছেন। ওপেনার সাদমান আউট হওয়ার পূর্বে করেন ৫৯ রান।

এর আগে ম্যাচের শুরুতে ব্যক্তিগত ৯ রানে কেমার রোচের বলে তামিম ইকবাল সাজঘরে ফিরলেও ক্রিজে শক্ত অবস্থান নিয়েছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু দারুণ কম্বিনেশনে খেলতে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে হঠাৎ ভুল বুঝাবুঝি, রান আউট হয়ে ফেরেন শান্ত।

২৪তম ওভারের প্রথম বলে রানের নেশা মাথায় চাপে শান্তর। অনেকটা নিজের ইচ্ছাতেই ডাবল নিতে গিয়ে রান আউট করেন শান্তকে। আউট হওয়ার পূর্বে তিন নম্বরে খেলতে আসা ব্যাটসম্যান করেন ২৫ রান। আর অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন ব্যক্তিগত ২৬ রানে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। দুইটি ম্যাচ ড্র হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর