thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ব্র্যাকের দেড় হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

২০২১ ফেব্রুয়ারি ০৪ ০৯:০৫:৫৭
ব্র্যাকের দেড় হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করতে যাচ্ছে ব্র্যাক। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৬০তম সভায় ব্র্যাকের ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন পেয়েছে ।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এই বন্ডে প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়। দেড় বছর থেকে পাঁচ বছর মেয়াদী এই বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করবে।

উল্লেখ্য,বন্ডটির ট্রাস্টি এবং ম্যাডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং আরএসএ ক্যাপিটাল।

দ্য রিপোর্ট/এএস/৪ফেব্রুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর