thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

‘সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে’

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১১:০৮:৫৬
‘সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে’

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিতর্কিত কৃষি বিল নিয়ে দেশটির কৃষকরা অনেকদিন থেকেই আন্দোলন করে আসছেন। এটি নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

এই বিষয়ে এতদিন দুই-একজন ছাড়া চুপই ছিলেন বলিউড তারকারা। তবে সম্প্রতি পপ তারকা রিয়ান্না ও সমাজকর্মী গ্রেটা থুনবার্গ কৃষকদের সমর্থন করার পর অনেকে এটি নিয়ে কথা বলছেন।

সালমান খান বলেন, ‘সঠিক কাজটাই করা উচিত। সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে। সবচেয়ে মহানুভব কাজটিই করতে হবে।’

এদিকে কৃষি বিল নিয়ে আন্তর্জাতিক তারকাদের টুইটের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বলিউড তারকারা।

অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘ভারত কিংবা ভারতীয় নীতির বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার করবেন না। এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং সংঘাত এড়িয়ে চলা খুব জরুরি।’

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অক্ষয় কুমার লিখেছেন, ‘কৃষকেরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছেন। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা স্পষ্ট। আসুন আমরা এই মত পার্থক্যে মনোযোগ না দিয়ে বরং এর সমাধানকে সমর্থন করি।’

অভিনেতা সুনীল শেঠি লিখেছেন, ‘আংশিক সত্য জানার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। আমাদের সবসময় যে কোনো বিষয়ের ওপর পুরো ধারণা থাকা প্রয়োজন।’

নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘আমরা এখন অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং প্রতিটি মুহূর্তে ধৈর্য এবং বিবেচনার প্রয়োজন। আসুন আমরা সকলে এর সমাধানের চেষ্টা করি। আমাদের কৃষকেরা ভারতের মেরুদণ্ড। আমরা যেন কাউকে ভাগ না করি।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর