thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মিরাজের ঘূর্ণিতে ২৫৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৫:৩০:৩৯
মিরাজের ঘূর্ণিতে ২৫৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্ল্যাকউড এবং ডি সিলভা মিলে দলের হাল ধরার চেষ্টা চালালেও টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মাত্র ২৫৯ রানেই থেমেছে সফরকারীদের ইনিংস। ফলে বাংলাদেশ পেয়েছে ১৭১ রানের লিড। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রানেই মূল্যবান দুটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩ রান।

২৫৫ বলে ৯৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানো ব্ল্যাকউড-জশুয়া ফিরেছেন পাঁচ বলের ব্যবধানে, সেটা চা-বিরতির আগে। ওই জোড়া আঘাতই বাংলাদেশের প্রথম ইনিংসের (৪৩০) সঙ্গে টক্কর দেওয়া থেকে ছিটকে ফেলে ব্র্যাথওয়েটের দলকে। চা বিরতির পর শেষ সেশনের প্রথম তিন ওভারের মধ্যে কেমার রোচ ও রাকিম কর্নওয়ালকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ২৫৯ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসেই ১৭১ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তাইজুল এবং নাঈম।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর