thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঝড় তুলেছে নোরা ফাতেহি`র নতুন গান

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৫:৩৭:৪৮
ঝড় তুলেছে নোরা ফাতেহি`র নতুন গান

দ্য রিপোর্ট ডেস্ক: শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প নিয়ে প্রকাশ পেল নোরা ফাতেহি`র নতুন মিউজিক ভিডিও ‘ছোর দেঙ্গে’। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৪) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে ছয় মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।

নোরা ফাতেহি অনিন্দ্য নৃত্যে অনন্য যা দর্শকের মন ভরাবেই তবে এবার অভিনয়েও দেখিয়ছেন বেশ দক্ষতা। একটা বিয়োগান্তক প্রেমের গল্প আছে গানে। আছে প্রতারণা আর হৃদয় ভাঙার বেদনা। আর আছে কঠিন প্রতিশোধ।

গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ছোর দেঙ্গে’গানটিতে কণ্ঠ দিয়েছেন পরম্পরা ট্যান্ডন। মূল চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও ইহান ভাট। গানটির কথা লিখেছেন যোগেশ দুবে আর সংগীতায়োজন করেছেন সচেত-পরম্পরা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর