thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নতুন করে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই

২০২১ ফেব্রুয়ারি ০৫ ১৭:৩০:৫১
নতুন করে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আর কোনো বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে bprimaryschool.org নামে একটি নকল ওয়েবসাইট খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকার মিরপুর মডেল থানায় জিডি করা হয়েছে। এই ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।'

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। সর্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে তা স্থাপনসহ শিক্ষক নিয়োগ দেবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব বিবেচনার সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে ওই ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে কারও ছবি না থাকলেও কিছু তথ্য-উপাত্তের সঙ্গে একটি নোটিশ রয়েছে।

ওই নোটিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন, সেসব তথ্য তুলে ধরা হয়েছে। কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়কণের বাইরে রয়েছে, তা নিয়ে একেক জায়গায় একেক রকম হিসাব থাকার কথা তুলে ধরে ওই নোটিশে বলা হয়েছে, প্রকৃতপক্ষে কতটি বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের বাইরে রয়েছে, সে তথ্য নির্ণয় করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর