thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান এখন মুমিনুল

২০২১ ফেব্রুয়ারি ০৬ ১৩:৪০:৪০
সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান এখন মুমিনুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: দারুণ ব্যাটিং করতে থাকা মুমিনুল হক অবশেষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পেলেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। আর এর সঙ্গে সঙ্গে এ বাঁহাতি বনে গেলেন সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

এতোদিন ৯টি করে সেঞ্চুরি নিয়ে তামিম ইকবালের সঙ্গে যৌর্থভাবে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের স্থানটা দখলে রেখেছিলেন মুমিনুল। তবে শনিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে সতীর্থকে পেছনে ফেলে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের মালিক বনে গেলেন মুমিনুল।

শনিবার ১৭৩ বল খেলে ৯ চারে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। শেষ পর্যন্ত এ বাঁহাতি ১৮২ বলে ১০ ১১৫ রান করে শেনন গ্যাবিয়েলের বলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাজঘরে। তার আগে লিটন দাসের সঙ্গে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের লিড বেশ বড়ই করেছেন তিনি।

এখন পর্যন্ত ক্যারিয়ারের ১০টি সেঞ্চুরির মধ্যে ৭টি সেঞ্চুরিই মুমিনুল করেছেন চট্টগ্রামে। যে কারণে এ মাঠটিতে খেলতে নামলেই ভক্তরা আশা করেন বড় ইনিংস খেলবেন টাইগার টেস্ট অধিনায়ক।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর