thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গৌরনদীতে ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

২০২১ ফেব্রুয়ারি ০৬ ১৩:৪৪:৩৬
গৌরনদীতে ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- ট্রাকচালক আকতার হোসেন ও মো. রাসেল এবং হেলপার মো. সোহান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত আকতার হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার ও মো. রাসেল বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার এবং মো. সোহান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় বিকল একটি ট্রাক থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক ও হেলপার। এ সময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালক ও এক হেলপার নিহত হয়। এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর