thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাজ্যফেরত আরো ২৮ জন কোয়ারেন্টিনে

২০২১ ফেব্রুয়ারি ০৬ ১৬:৫৩:২০
যুক্তরাজ্যফেরত আরো ২৮ জন কোয়ারেন্টিনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩২টি ফ্লাইটে সর্বমোট ৫ হাজার ৪৬২ জন যাত্রী আসেন। তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত নতুন ২৮ জনকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এ নিয়ে যুক্তরাজ্যফেরত কোয়ারেন্টিনে থাকা যাত্রী সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৭ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো ২৮ জন ছাড়া অবশিষ্ট ৫ হাজার ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ইকে-৫৮২ ফ্লাইটের পাঁচজন, কিউআর ৬৪০ ফ্লাইটের সাতজন, এসবি-৮০৪ ফ্লাইটের তিনজন, টিকে-৭১২ ফ্লাইটের পাঁচজন, এসবি-৩৫৮০ ফ্লাইটের তিনজন, এলএলএল ফ্লাইটের একজন এবং ইকে ৫৮৪-ফ্লাইটের দুজনসহ মোট ২৮ জনকে আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়। পরে তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর